রাতের রান্না কে করবে? যার জেরে প্রেমিককে কুপিয়ে খুন করল আঠাশ বছরের প্রেমিকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির উত্তমনগর এলাকায়।
অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃতের নাম ইজু। জন্মসূত্রে নাইজেরিয়ার বাসিন্দা ৩০ বছরের যুবক। ভারতে উত্তমনগরে প্রেমিকা এলভি উজুম্মার বাড়িতেই গত তিন মাস ধরে থাকতেন তিনি। জেরার মুখে পুলিশকে এলভি জানায়, শনিবার দুপুর থেকেই তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়। রাতের খাবার কে রান্না করবে তা নিয়ে।
এক কথা, দুই কথায় বচসা বড় আকার নেয়। ইজুই প্রথম তাকে আঘাত করে। প্রেমিককে ভয় দেখাতেই রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসেছিল সে। কিন্তু দ্বিতীয়বার ইজু তাকে আঘাত করলে আর মাথা ঠিক রাখতে পারেনি ২৮ বছরের মহিলা।
ওই ছুরি দিয়েই প্রেমিকের গায়ে একাধিকবার আঘাত করে সে। এরপর প্রায় আধ ঘণ্টা ইজুকে বেডরুমে বন্দি করেও রাখে। আধ ঘণ্টা পর দরজা খুলে সে দেখে পুরো ঘর রক্তে ভেসে গিয়েছে। তখনই ভয় পেয়ে বন্ধুদের খবর দেয়।
সকলে মিলে ইজুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রতিবেশী ও বন্ধুরা জানান, হাসপাতাল থেকে ফিরেই নিজেকে ফ্ল্যাটে বন্দি করে রাখে এলভি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে।
ফ্ল্যাটের কেয়ারটেকার বিজয় জানান, প্রেমিক এসে থাকার পর থেকেও এই যুগলের বিরুদ্ধে কোনও অভিযোগ আসেনি এতদিন। ঘটনায় হতবাক বিদেশি যুগলের প্রতিবেশীরাও। এর আগে এমন ঝামেলা হতে কেউ
0 comments:
Post a Comment
Thanks for your comments.