ধর্ষণের শাস্তি হিসেবে ধর্ষিতার প্রস্রাব পান করার আদেশ দিয়েছিল গ্রাম পঞ্চায়েত। অভিযুক্ত যুবক এ শাস্তি শুনে লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ভারতের জম্মু ও কাশ্মীরের রাজৌরি এলাকার।
স্থানীয় পঞ্চায়েত ধর্ষণে অভিযুক্ত এক ২৫ বছরের যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ শোনার পরে ধর্ষিতার প্রসাব পানের আদেশ দিয়েছিল। যা শুনে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক। নিহতের নাম ফজল হুসেন। রবিবার সমসার লেক থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। সেটি হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত। পুলিশ জানিয়েছে, নিহত ফজল বিবাহিত ছিল।
ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখে পঞ্চায়েত নির্দেশ দেয়, হয় ধর্ষিতাকে আর্থিক সাহায্য করতে হবে, না হয় ধর্ষিতার মূত্র খেয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। তা শোনার পর আত্মহত্যার পথই ফজল বেছে নিয়েছে। ঘটনা সামনে আসার পরে ফজলের দেহ লেক থেকে উদ্ধার হয়।
মৃত্যুর আগে ফজলের জবানবন্দি দেওয়া একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। তাতে সে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। জোর করে তাকে ফাঁসানো হয়েছে বলে সে দাবি করেছে। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। তবে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
0 comments:
Post a Comment
Thanks for your comments.