বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নাদা’ ঘণ্টায় ৬২ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে অগ্রসর হচ্ছে ভারতের তামিল নাড়ু উপকূলের দিকে।
এই ঝড় বাংলাদেশ উপকূলের দিকে আসার কোনো সম্ভাবনা আবহাওয়াবিদরা দেখছেন না। তবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়; এরপর তা নিম্নচাপের রূপ নেয়।
গভীর নিম্নচাপ হয়ে বুধবার দুপুরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এরপর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলের তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় ‘নাদা’।
‘নাদা’ ওমানের দেওয়া নাম। ওমানের ভাষায় এর অর্থ রুদ্রমূর্তির নারী; ভয়ঙ্কর ও হিংস্রতার জন্যে এ শব্দ আঞ্চলিকভাবে ব্যবহার হয়। আবদুর রহমান বলেন, “এ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে আসার শঙ্কা নেই। শেষ পর্যন্ত ভারতীয় অংশ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে নাদা।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় নাদা বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার ৫৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
পশ্চিম- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে থাকা এ ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলার পাশাপাশি সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, তামিল নাড়ুর বেদারানায়াম ও পুদুচেরির মাঝামাঝি কুদালোর এলাকা দিয়ে শুক্রবার উপকূল অতিক্রম করতে পারে নাদা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলজুড়ে মাঝারি থেকে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নাদা এগিয়ে যাওয়ায় তামিল নাড়ু ও পুদুচেরির বিভিন্ন স্থানে দুই দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে স্কুলে। পুদুচেরির মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।
0 comments:
Post a Comment
Thanks for your comments.