কুলপ্যাডের নতুন ফোন




চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান কুলপ্যাড নতুন একটি ফোন ভারতের বাজারে ছেড়েছে।


এটি কুল সিরিজের। মডেল কুলপ্যাড কুল ১ ডুয়েল। দুইটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটি ভার্সনে আছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি।

অন্য ভার্সনে ৪ জিবি র‌্যামের সঙ্গে আছে ৩২ জিবি বিল্টইন মেমোরি। কুলপ্যাড কুল ১ ডুয়েল ফোনটি সোনালী এবং রুপালি রঙে পাওয়া যাবে।

 ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এর রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের।

 ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

 ফোনটির ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

 কুলপ্যাডের নতুন ফোনটিতে ৬৪ বিটের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর ব্যবহৃত হয়েছে।

প্রসেসরের ক্লকস্পিড ১.৮ গিগাহার্জ।

এতে আরও আছে অ্যাড্রিনো ৫১০ জিপিইউ।

 ফোনটিতে নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে আছে ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.