মেক্সিকোয় বড়দিন উদযাপনকালে নিহত ১৬


মেক্সিকোর মাদক পাচারকারী রাজ্যগুলোতে বড়দিন উদযাপনকালে ১৬ জনকে হত্যা করা হয়েছে। একটি স্থানে ৬টি নরমুণ্ড পাওয়া গেছে।


 একটি অপরাধী চক্র তিন পুলিশসহ সাত জনকে হত্যা করেছে। দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যে একটি পরিবার বড়দিন উদযাপন করার সময় বন্দুকধারীরা এ হামলা চালায়।

 পুয়েন্তে ডেল রেই গ্রামের একটি বাড়ির বাইরে বড়দিনের ভোরবেলা এ হত্যাযজ্ঞ চালানো হয়। এতে ছয় পুরুষ ও এক নারী নিহত হয়।

 নিহতদের বয়স ২৪ বছর থেকে ৫৪ বছরের মধ্যে। নিহতরা হচ্ছেন তিন ভাই, তাদের বাবা, চাচা এবং বাড়িতে আমন্ত্রিত এক পুরুষ ও এক নারী।

 যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী শিচুয়াহুয়ায় মাদক সংক্রান্ত সহিংসতায় বড়দিন উদযাপনকালে নয় জনকে হত্যা করা হয়।

 কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে সিউদাদ জুয়ারেজে পাঁচ জনকে হত্যা করা হয়। এদের মধ্যে তিন নারী রয়েছে।

এই নারীদের নির্যাতনের পর হত্যা করা হয় এবং একটি পরিত্যক্ত ট্রাঙ্কের ভেতর এক পুরুষের ছিন্নভিন্ন লাশ পাওয়া গেছে।

 পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিকোয়াকানে ছয়টি নরমুণ্ড পাওয়া গেছে বলে স্থানীয় প্রসিকিউটর অফিস জানিয়েছে।

 জালিস্কো সীমান্তবর্তী এলাকায় এই নরমুণ্ডগুলো পাওয়া যায়। অঞ্চলটিতে শক্তিশালী মাদকচক্র জালিস্কো নুয়েভা জেনারেসিওন তৎপরতা চালায়।

 মাদক চক্রটির সঙ্গে পার্শ্ববর্তী মিশোয়াকান রাজ্যের প্রতিদ্বন্দ্বী অপরাধ চক্রগুলোর সঙ্গে সংঘাত চলে আসছে।

 এক সময় নাইটস টেম্পলার মাদক চক্র মিশোয়াকান রাজ্যের মাদক ব্যবসাকে নিয়ন্ত্রণ করতো।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.