পরিবহন ধর্মঘটের ডাক গাইবান্ধায়




মালিক ও শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।


আজ বুধবার ভোর থেকে গাইবান্ধার সব রাস্তায় বাস, ট্রাক, ট্যাঙ্কলরি চলাচল বন্ধ রয়েছে।

 এর আগে গতকাল মঙ্গলবার রাতে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।

গাইবান্ধা চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভায় ১৩ ডিসেম্বর দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই সংঘর্ষের জের ধরে গাইবান্ধা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদির রহমান মিঠুর ওপর হামলা হয়। তাঁকে গুরুতর জখম করা হয়।

 এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ ভোর ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.