জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টায়ার ওয়ানের ম্যাচে জয় পেয়েছে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহাম্মদ আশরাফুলদের ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা বিভাগ।
আর বিকেএসপির ৩ নম্বর মাঠে অভিষিক্ত পেসার আশিকুজ্জামানের দুর্দান্ত বোলিংয়ে বরিশাল বিভাগকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা বিভাগ।
আগে ব্যাট করা ঢাকা মেট্রো নিজেদের প্রথম ইনিংসে তোলে মাত্র ১৬৬ রান। নিজেদের প্রথম ইনিংসে ঢাকা ১৮৭ রানে গুটিয়ে যায়।
ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মেট্রোর ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৫ রান সংগ্রহ করে তারা।
জবাবে, ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত ১০৫ রান তুলে নেয় ঢাকা বিভাগ। এদিকে, অন্য ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বরিশাল তাদের প্রথম ইনিংসে তোলে ১৭১ রান। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে খুলনা সংগ্রহ করে ৩৭১ রান।
দ্বিতীয় ইনিংসে বরিশাল ২১১ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য খুলনার সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ১২ রান। এদিন কোনো উইকেট না হারিয়ে রান তুলে ফেলে খুলনা।
0 comments:
Post a Comment
Thanks for your comments.