দামটা অনেক বেশি, কিন্তু তাও বিশ্ব জুড়ে নতুন নতুন আইফোনের চাহিদার শেষ নেই। বরং দিন দিন তা বেড়েই চলেছে। অ্যাপলের এই গ্যাজেটকে ঘিরে ক্রেতাদের মধ্যে বরাবরই উৎসাহটা তুঙ্গে থাকে। আইফোন ৭ বা আইফোন ৭এস এখন পুরনো হয়ে গেছে। এবার সময় হয়েছে আইফোন-৮ - হাতে পাওয়ার।
আগামী বছরই বাজারে আসছে অ্যাপেলের এই নতুন ফোন। বেশ কিছু দিন ধরেই আইফোন ৮ নিয়ে মাতামাতি চলছে প্রযুক্তি বাজারে।
কোরিয়া হেরাল্ড রিলেস নামের এক সাইটের নতুন রিপোর্ট অনুযায়ী, নতুন আইফোনে থাকবে একটি কার্ভড বাঁকানো ওলিড ডিসপ্লে প্যানেল।
এর ডিজাইনেও থাকবে বড়সড় পরিবর্তন। নতুন খবরে দাবি, ডিভাইসটিতে থাকছে নতুন সেন্সর টেকনোলজি। এতে একজন ব্যবহারকারী মডেলটির যে কোনো দিকে হাত দিলেই তা রেসপন্স করবে।
অ্যাপলের আগামী ফোনের মডেলে ফোল্ডেবেল ভা ভাজ-উপযোগী ডিসপ্লে থাকতে পারে। তবে ২০১৭ সালে যে মডেল আসবে তাতে নতুন এই ফিচারটি থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
আইফোন ৮-এর ডিসপ্লেতে টাচ-আইডি সেন্সর, ফেস টাইম ক্যামেরা, স্পিকার এমবেড করতে পারে অ্যাপল। এর মধ্যে দুটি ফোনে থাকবে এলসিডি ফ্ল্যাট প্যানেল।
একটির ডিসপ্লে ৪.৭ ইঞ্চি ও অন্যটির ৫.৫ ইঞ্চি। পাশাপাশি, অপর একটি মডেলে থাকবে কার্ভড ও এডজলেস ওলিড ডিসপ্লে। উন্নতমানের ক্যামেরা এবং তারবিহীন চার্জিংয়ের ব্যবস্থাও থাকবে।
0 comments:
Post a Comment
Thanks for your comments.