দ্বিতীয় দিনেও ব্যাপক ভিড় মেলায়



শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকে আসতে থাকা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে চলা শীতকালীন ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৬।


দেশের গ্রাহকদের বিভিন্ন ব্র্যান্ডের আইটি পণ্য এবং ল্যাপটপ দেখা ও কেনার সুযোগ করে দিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ছয় দিনের এ মেলা।

 মেলা প্রাঙ্গনে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় দেখা গেছে, যার মধ্যে তরুণ-তরুণীদের উপস্থিতি উল্লেখ করার মতো। পছন্দসই পণ্যটি কেনার জন্য বিভিন্ন দোকানেও যাচ্ছেন দর্শনার্থীরা। ছুটির দিন থাকায় পরিবারসহ অনেকেই এসেছেন মেলায়।

মেলায় আসা দর্শকদের বেশির ভাগের আগ্রহই ছিলো নতুন পণ্যের প্রতি। পাশাপাশি উপহার আর ছাড়ের সুবিধা নিয়ে পণ্য কেনার কথাও জানান মেলায় আগত দর্শকরা।

 মেলায় সব বয়সের দর্শনার্থীদের সমাগম দেখা গেছে। মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা তাদের বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরেছেন।

ক্রেতারাও তাদের পছন্দ মতো পণ্য কিনছেন। এছাড়া সব ধরনের পণ্যের সমাহার থাকায় বিভিন্ন বয়সীদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এই মেলা।

 কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ছয় শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করছে।

 বাড়তি আয়োজনের পাশাপাশি রয়েছে প্রযুক্তি পণ্যের উপর বিশেষ ছাড় ও উপহারের ছড়াছড়ি। মেলা উপলক্ষে এবার বিশেষ আয়োজন হিসেবে রয়েছে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার, ওয়াই-ফাই, গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগীতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সিকিউরিটি সিস্টেম ও আধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনীসহ নানা আয়োজন।

 মেলার অংশ হিসেবে মার্কেটের প্রথম তলায় চলছে রক্তদান কর্মসূচি এবং দ্বিতীয় তলায় চলছে এন্ট্রিপাশের সাথে ফ্রি মুভি দেখার সুব্যবস্থা ।

 কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহ্সোন বলেন, আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন প্রতিবারের চেয়ে এবার আরও বড় পরিসরে ও জাঁকজমকভাবে মেলা আয়োজন করা হয়েছে।

যা আশা করেছি তার থেকেও আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি সামনের দিনগুলোতে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটবে। প্রতি বছরের মতো এবারের মেলায় পরিদর্শনের জন্য স্কুল শিক্ষার্থীদের জন্য থাকবে সু-ব্যবস্থা।

 ছাত্র-ছাত্রীদের জন্য মেলার প্রবেশ ফ্রি করা হয়েছে।

শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত পরিচয়পত্র দিয়েই ছাত্র-ছাত্রীরা মেলা পরিদর্শন করতেপারবে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.