রাবিতে ৩৬৩ কোটি টাকার অনুমোদন দিয়েছে একনেক



রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) ঢেলে সাজাতে (মাস্টার প্ল্যান) ৩৬৩ কোটি টাকার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
আজ বৃহস্পতিবার একনেকের সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

 রাজধানীর শেরেবাংলা এনইসি সম্মেলন কক্ষে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে চার বছর মেয়াদি এই উন্নয়ন পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়।

 এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন জানান, উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে ১০ তলার দুটি আবাসিক হল, শিক্ষকদের জন্য ১০ তলার একটি আবাসিক ভবন, শেখ রাসেল মডেল স্কুলের ১০ তলা ভবন নির্মাণ, কাজী নজরুল ইসলাম মিলনায়তন সংস্কার, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ও চতুর্থ বিজ্ঞান ভবনের অসম্পূর্ণ কাজ শেষ করা, ড্রেনেজ সিস্টেম উন্নতিকরণসহ বিশ্ববিদ্যালয়ের নানা সংস্কারকাজ করা।

 মুহম্মদ মিজানউদ্দিন আরো বলেন, এই প্রকল্পের কাজগুলো চার বছরের মধ্যে শেষ করা হবে।

 দায়িত্ব নেওয়ার পর আমরা বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা, যোগ্যতা এবং জবাবদিহিতার ওপর জোর দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কাজে ডিজিটালাইজেশনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দ্রত বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.