'এক পৃথিবী প্রেম' মুক্তি পাচ্ছে ৪২ টি হলে



এস এ হোক অলিক পরিচালিত 'এক পৃথিবী প্রেম' ছবিটি শুক্রবার সারা দেশে ৪২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।


নির্মাতা অলিক জানিয়েছেন, রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, শ্যামলী, বলাকা, মধুমিতাতে মুক্তি দেওয়া হচ্ছে।

 ছবিতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক আসিফ নূর এবং তার বিপরীতে আছেন চিত্রনায়িকা আইরিন।

আরো রয়েছেন প্রবীণ অভিনেতা হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, আমিরুল ইসলাম চৌধুরী, আবুল হায়াত প্রমুখ ।

 বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবনযাপন ও তাদের অনুভূতিই এ ছবির গল্পের প্রেক্ষাপট। পাশাপাশি থাকছে নতুন প্রজন্মের প্রেম।

মূলত এই দুটি বিষয়কে উপজীব্য করেই নির্মাতা অলীকের এবারের মিশন।

 যে সব হলে মুক্তি পাচ্ছে 'এক পৃথিবী প্রেম' বসুন্ধরা সিনেপ্লেক্স- ঢাকা, বলাকা- ঢাকা মধুমিতা- ঢাকা, শ্যামলি- ঢাকা, সনি- ঢাকা, গীত- ঢাকা, পূর্ণিমা- ঢাকা, চিত্রামহল- ঢাকা, শাহীন- ঢাকা, পূনম- ঢাকা,নিউ গুলশান- জিঞ্জিরা, রানী মহল- ডেমরা, চম্পাকলি- টঙ্গী।

 চান্দনা- জয়দেবপুর, শাপলা- রংপুর, শঙ্খ- খুলনা, চিত্রালী- খুলনা, নবীন- মানিকগঞ্জ , বনানী- কুষ্টিয়া, সঙ্গীতা- সাতক্ষীরা, সেনা অডিটরিয়াম- ময়মনসিংহ , সেনা অডিটরিয়াম- সাভার, তাজ- নওগাঁ, শান্তনা- হাজীগঞ্জ, কেয়া- টাঙ্গাইল, কল্লোল- মধুপুর, বিজিবি- সিলেট ,আলমাস- চট্টগ্রাম, পূরবী- চট্টগ্রাম, অভিরুচি- বরিশাল,মোহনা- কোনাবাড়ী, উপহার- রাজশাহী, মনোয়ার- জামালপুর, মডার্ন- দিনাজপুর , হ্যাপী- লক্ষীপুর, মৌসুমী-সিরাজগঞ্জ , মনিহার- যশোর, মধুমিতা- কুমিল্লা, চাঁদমহল- কাঁচপুর , মমতা- মাধবদী, রূপকথা- পাবনা, রজনীগন্ধা- চালা।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.