দিল্লিতে গুলি করে এক কিশোরীকে হত্যা





দিল্লির নজফগড়ে বাড়ির সামনে প্রকাশ্যে গাড়ির মধ্যে গুলি করে এক কিশোরীকে হত্যা করা হয়েছে। সে সময় মেয়েটি একটি মার্সিডিজ গাড়ির মধ্যে বসেছিল
। এই পুরো ঘটনাটি ঘটে মেয়েটির মায়ের সামনেই। এদিকে এ ঘটনার পর থেকে ওই কিশোরীর এক বন্ধু নিখোঁজ।

 জানা গেছে, ওই কিশোরী গতকাল মঙ্গলবার দুপুরে তার দুই বন্ধুর সঙ্গে লাঞ্চ করতে যায়। তারপর সেখান থেকে ফিরে বন্ধুদের সঙ্গে মিলে মেয়েটি কিছু শপিং করে।

 এদিকে মেয়ের ফিরতে দেরি হচ্ছে দেখে তার মা তাকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফোন করে। সে সময় মেয়ের সঙ্গে মায়ের কথাও হয়। এ বিষয়ে ওই কিশোরীর মা জানিয়েছেন, বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি মার্সিডিজ গাড়িটিকে ঢুকতেও দেখেন।

তারপর বাড়ির সামনে এসে গাড়ি থেকে একজন বন্ধু নেমে দাঁড়ায়। তার নাম যোগেশ। সে সময় গাড়িতে মেয়েটি ও তার অপর বন্ধু শুভম বসেছিল। এরপরই গাড়ির ভেতর থেকে গুলির আওয়াজ শুনতে পান তিনি। গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে গেলে তিনি দেখেন, তাঁর মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ ঘটনার পরই বন্ধু শুভম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় মেয়েকে তিনি ও মেয়েটির অপর বন্ধু যোগেশ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

 থানা পুলিশ সূত্রে খবর, যে বন্দুক দিয়ে আক্রমণ চালানো হয়েছে, সেটি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত সেই বন্ধু ও তার পরিবারের লোক এখন পলাতক।

কিশোরীকে খুনের কারণ কী তা খতিয়ে দেখছে পুলিশ।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.