আত্মহত্যার চেষ্টাই ঐশ্বরিয়ার!


আত্মহত্যার চেষ্টা করেছিলেন বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া? এমনই এক খবরে তোলপাড় হল বলিউড। কয়েকটি সংবাদ মাধ্যমে সেই খবর ছাপাও হয়।


গত বুধবার সন্ধ্যায় এরকমই এক খবর ছড়িয়ে পড়ে সোস্যাল মিডিয়া। তাতেই চাঞ্চল্য সৃষ্টি হয় বলিউডে। এতবড় একটা খবর অথচ সংবাদ মাধ্যমে বড় করে তা ছাপা হলো না কেন, একথা ভেবেও অবাক হয়ে ‌যান অনেকে।

ঐশ্বরিয়াকে নিয়ে ‌যে খবর প্রচারিত হয়েছিল তাতে লেখা হয়, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন রাই সুন্দরী। কারণ তার পারিবারিক অশান্তি। পারিবারিক অশান্তির কথা বলায় অনেকেই তা বিশ্বাস করে ফেলেন।

সম্প্রতি অ্যায় দিল হ্যায় মুসকিল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভি‌নয়ের জন্য শাশুড়ি জয়া বচ্চনও নাকি ঐশ্বরিয়াকে কথা শুনিয়েছিলেন। গুজব রটেছিল খোদ অমিতাভ বচ্চনও নাকি এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

পরিবারে এই অসান্তি বাড়তে থাকায় নাকি শেষ প‌র্যন্ত ঘুমের ওষুধ খেলে ফেলেন রাই। বাড়ির বউয়ের আত্মহত্যার খবর চাউর হয়ে ‌যাওয়ার ভয়ে বচ্চন পরিবার নাকি ঐশ্বরিয়াকে কোনও হাসপাতালে ভর্তি করেনি। বরং বাড়িতে চিকিৎসক ডেকেই তার চিকিৎসা করে।

আসলে কী হয়েছিল? আউট লুক পাকিস্তান নামে একটি ব্লগে ঐশ্বরিয়ার নামে ওই চাঞ্চল্যকর গুজব ছড়ানো হয়। তাতে বেশ রসিয়ে লেখা হয় আত্মহত্যার চেষ্টার পেছনে পারিবারিক অশান্তি এবং তা অ্যায় দিল হ্যায় মুসকিল নিয়েই। আর ভারতীয় মিডিয়া সেটাই লুফে নেয় এবং তাতে আরেক দফা রং চড়িয়ে প্রকাশ করে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.