আফ্রিদির যে বক্তব্যে কষ্ট পেলেন শহীদ কণ্যা শাওন


ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলতে এসে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এখন বাংলাদেশে।


কয়েকদিন আগে লালবাগের কেল্লায় ঘুরতে এসে আফ্রিদি সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন- ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই উপভোগ করি। এটা আমার দেশের বাইরে দেশ। এখানে সম্মান পাই, মানুষের ভালোবাসা পাই। এ কারণে এখানে খেলতে ভালোবাসি, প্রতিবছর আসি।’

তবে তার এই বক্তব্যে কষ্ট পেলেন শহীদ কণ্যা শাওন।

আফ্রিদির এই মন্তব্যের জেরে শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কণ্যা শাওন মাহমুদ তার ফেসবুক অ্যাকাউন্টে আফ্রিদিকে নিয়ে মন্তব্য করেছেন। শাওন মাহমুদের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

“আফ্রিদি যদি বলে থাকে, বাংলাদেশ তার সেকেন্ড হোম। তাহলে তারে কিছু কথা আমার বলার আছে। হে আফ্রিদি তুমি বাঙ্গালীদের এখনও চিনো নাই। ভালোর ভালো আবার উল্টাইলে মন্দের চূড়ান্ত। সুতরাং বাংলাদেশকে কোন পর্যায়ে গিয়ে সেকেন্ড হোম চোম বলবা না। পিটাইয়া লাশ বানায় দিবোনে সকলে। জায়গা মতন পাইলে হুম।”

তার এই স্ট্যাটাসটি নিয়ে নানা জন নানা রকম কমেন্টস করছে।
Share on Google Plus

About Admin

0 comments:

Post a Comment

Thanks for your comments.