প্রথমবারের মতো অ্যাপিকটা অ্যাওয়ার্ডে বাংলাদেশ


তাইওয়ানের তাইপে শহরে গতকাল শুক্রবার শুরু হয়েছে চার দিনের আয়োজন অ্যাপিকটা অ্যাওয়ার্ড।


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে এই আয়োজনে এবারই প্রথম বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স, সংক্ষেপে অ্যাপিকটা হলো এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন।

২০১৫ সালে বাংলাদেশ থেকে একমাত্র সংগঠন হিসেবে অ্যাপিকটার সদস্যপদ লাভ করে বেসিস। এ অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি সম্ভাবনাময় ও সফল উদ্যোগ, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার স্বীকৃতি দিতে প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করে অ্যাপিকটা।




বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে গত বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের অ্যাপিকটা অ্যাওয়ার্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বেসিসের সহসভাপতি এম রাশিদুল হাসান ও পরিচালক উত্তম কুমার পালসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.