সুযোগ নেই রামপাল থেকে সরে আসার: নসরুল হামিদ


রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।


তিনি বলেন, পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চলের বিদ্যুতের চাহিদা বাড়বে, তা পূরণে এ প্রকল্প প্রয়োজন। আজ শনিবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ‘পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই)’ বিভাগের ১২ বছর পূর্তি উৎসবে অংশগ্রহণ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, যত দ্রুত সম্ভব খুলনায় বিদ্যুৎ পৌঁছাতে হবে। পদ্মা সেতু হলে সেখানে চার থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে। এ চাহিদা মেটাতে রামপাল বিদ্যুৎপ্রকল্প থেকে সরে আসার সুযোগ নেই।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, রামপাল প্রকল্প নিয়ে ইউনেসকোর প্রতিবেদনের জবাব দেওয়া হয়েছে। তারা তা কীভাবে নেবে সেটা তাদের বিষয়।

উৎসবের আলোচনায় বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অ্যাপ্লায়েড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. শহিদুর রহমান, পিএমই বিভাগের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের সদস্য সচিব ড. মো. শফিকুল ইসলাম।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.