ব্যাট হাতে ২৮ বলে ৫০ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে খুলনা টাইটান্সকে প্লে-অফে নিয়ে গেলেন দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরের ৪২তম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা ডায়নামাইটকে ৬ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট পায় খুলনা। তাদের জয়ে প্লে-অফ খেলা হলো না রংপুরের। কারণ লীগ পর্বের শেষ ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আছে খুলনা আর ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা।
১২ করে পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের তৃতীয় ও চতুর্থস্থানে আছে যথাক্রমে চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস। রংপুরের সংগ্রহে আছে ১২ পয়েন্ট। তবে রান রেটে পিছিয়ে পঞ্চম স্থানে তারা।
জিতলেই প্লে-অফে, এমন সমীকরণকে সামনে রেখে জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোচট খেলেও, হাসানুজ্জামান ও আব্দুল মাজিদের ব্যাট চড়ে ঘুড়ে দাঁড়ায় খুলনা। হাসানুজ্জামান ১৯ বলে ৪০ রান ও মাজিদ ৩৬ বলে ২১ রান করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে খুলনা। কিন্তু বিধ্বংসী রুপ নিয়ে চাপকে দূর করে দুর্দান্ত এক ম্যাচ জয়ের নজির গড়েন মাহমুদুল্লাহ। ৫টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে ৫০ রান করে ফিরেন তিনি। তাই ম্যাচ সেরাও মাহমুদুল্লাহ। এর আগে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিং-এ করতে নামে ঢাকা। শ্রীলংকার কুমার সাঙ্গাকারার ৪১ বলে ৫৯, মোসাদ্দেক হোসেনের ২০ ও নাসির হোসেনের ১৯ রানের কল্যাণে লড়াকু সংগ্রহ পায় ঢাকা। খুলনার পক্ষে পাকিস্তানী জুনায়েদ খান শিকার করনে ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা ডায়নামাইটস : ১৫৮/৭, ২০ ওভার (সাঙ্গাকারা ৫৯, মোসাদ্দেক ২০, জুনায়েদ ৩/২২)।
খুলনা টাইটান্স : ১৫৯/৪, ১৮ ওভার (মাহমুদুল্লাহ ৫০, হাসানুজ্জামান ৪০, বোপারা ২/১৭)।
ফল : খুলনা টাইটান্স ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মাহমুদুল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স)।
0 comments:
Post a Comment
Thanks for your comments.