প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বনানীর কড়াইল বস্তির আগুন। তবে এরই মধ্যে আগুনে পুড়ে গেছে বস্তির কয়েক শ ঘর।
ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। আজ রবিবার বিকাল চারটার দিকে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়।
প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত হয় বস্তির ভেতরের দিকে। আগুনের ললিহান শিখা ওঠে যায় অনেক উঁচুতে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। বস্তির কিনারের দিকে বাসিন্দারা ঘরের জিনিসপত্র সরিয়ে নিতে থাকেন।
বস্তি ঘিরে ভিড় করে বিপুলসংখ্যক মানুষ। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি তবে আগুন নিয়ন্ত্রণে।
0 comments:
Post a Comment
Thanks for your comments.