আটকে আছে লবণ বোঝাই বিদেশী জাহাজ :২ দিনেও উদ্ধার সম্ভব হয়নি


বাগেরহাটের মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকার ডুবো চরে আটকে পড়া লবণ বোঝাই বিদেশী জাহাজ এম,ভি তানভিন দুইদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে সাহায্য চাওয়ার পর মংলা বন্দর কর্তৃপক্ষের পাইলট ঘটনাস্থলে পৌঁছে ডুবো চর থেকে ওই জাহাজটি এখনো সরিয়ে নিতে পারেনি।

বর্তমানে বিদেশী ওই জাহাজটি ডুবো চরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আটকে রয়েছে। এর ফলে বন্দর চ্যানেল দিয়ে সকল ধরণের বাণিজ্যিক জাহাজ আগমন-নিগর্মনে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ। এদিকে জাহাজটি দ্রুত ডুবো চর থেকে সরিয়ে নেয়ার জন্য লাইটারযোগে লবণ খালাসের উদ্যোগ নেয়া হয়েছে।

লবণ খালাস করা শুরু হলে বিপদমুক্ত এবং নিরাপদে জাহাজটি ডুবো চর থেকে নামানো সম্ভব হবে বলে আশা করছে মংলা বন্দর কর্তৃপক্ষ। মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওয়ালিউল্লাহ বলেন, ‘এমভি তানভিন’ নামের জাহাজটি প্রায় ১৮ হাজার ৭শ মেট্টিক টন লবণ নিয়ে বুধবার ভোরে পশুর চ্যানেলে প্রবেশকালে নৌ-পথ হারিয়ে জাহাজটি ডুবো চরে আটকা পড়ে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.