রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি রুবেল হোসেন।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বি এম মামুন আসামি রুবেলকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন করেন।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে এই মামলায় রুবেলকে ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়। আসামি রুবেলকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিশন বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান।
গত ১১ নভেম্বর রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রথমে রুবেলকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। পরবর্তী সময়ে তিনি আদালত থেকে পালিয়ে গেলেও ফের তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ২৫ অক্টোবর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে রুবেল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় সালাউদ্দিন নামে তাঁর এক সহযোগী গ্রেপ্তার হলেও মূল হোতা রুবেল পলাতক ছিলেন ।
0 comments:
Post a Comment
Thanks for your comments.