ব্যস্ত অভিনেতা বাপ্পি চৌধুরীর করা মামলায় তার অভিনীত এবং অনন্য মামুন পরিচালিত‘আমি তোমার হতে চাই’ ছবিটির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
এর আগে গত ১৫ নভেম্বর ঢাকার সিনিয়র সহকারী জজ চতুর্থ আদালতে দায়েরকৃত মামলায় (নং-৪০৫/২০১৬) বলা হয়েছে ছবিটির ডাবিংয়ে বাপ্পীর বদলে অন্য একজনের কণ্ঠ ব্যবহার করায় তার ক্যারিয়ারের ক্ষতি হবে। বিধায় ছবিটির স্থায়ী নিষেধাজ্ঞার পূর্বে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন বাপ্পী।
মামলায় ছবিটির পরিচালক অনন্য মামুন ও প্রযোজক লাইভ টেকনোলজির পরিচালক ইয়াসির আরাফাতকে আসামি করা হয়। জানা গেছে, আদালতে ‘আমি তোমার হতে চাই’ ছবিটির অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের বিষয়টি আমলে নিয়ে আবেদনটির শুনানির তারিখ ধার্য করেন আগামী ১২-১-২০১৭ইং।
১৬১ ধারায় বিশেষ ক্ষমতা বলে ১২-১-২০১৭ইং শুনানির তারিখ পর্যন্ত এ ছবির সকল ধরনেরর প্রচার-প্রচারণা ও মুক্তির উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আপাতত ছবিটির মুক্তি ও প্রচারনা সংক্রান্ত সব কিছু বন্ধ আপাতত রাখা হয়েছে। ছবিটির পরিচালক অনন্য মামুন ভারত থেকে আজ শনিবার দেশে ফিরবেন। দেশে ফায়ার তিনি রোববার আদালতে হাজির হবেন।
বিষয়টি নিয়ে অভিনেতা বাপ্পি এর আগে ক্ষোভ প্রকাশ করে, এই চলচ্চিত্রে তার কন্ঠ ব্যবহারের অনুরোধ জানান। উল্লেখ্য,”আমি তোমার হতে চাই” ছবিটিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এছাড়া আরো অভিনয় করেছেন জন, দিপালী, ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগর।
0 comments:
Post a Comment
Thanks for your comments.