ফেসবুকে ছাত্রীর আপত্তিকর ছবি পোস্ট, সাংবাদিক গ্রেফতার


তথ্য ও প্রযুক্তি আইনে করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সিনিয়র রিপোর্টার ও সংবাদ উপস্থাপক সাইফুল মাহমুদ রুদ্রকে গ্রেফতার করা হয়েছে।


বগুড়া সদর থানা পুলিশ শুক্রবার সকালে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে। বগুড়া সদর থানার ওসি এমদাদুল হক জানান, ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশের দায়ে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজের এক ছাত্রী ১১ নভেম্বর সাংবাদিক সাইফুলের বিরুদ্ধে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি মামলা করেন।

শুক্রবার তাকে গ্রেফতার করে বগুড়ার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত আগামীকাল রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুকে ওই ছাত্রীর সঙ্গে সাংবাদিক সাইফুলের পরিচয় হয়।

২১ সেপ্টেম্বর সাইফুল মেয়েটিকে ঢাকায় ডেকে নেন। এরপর ইচ্ছার বিরুদ্ধে ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে তাকে আটকে রাখেন তিনি। পরে পরীক্ষার কথা বলে মেয়েটি ১৮ অক্টোবর বগুড়ায় চলে আসেন। ২৪ অক্টোবর সদর থানায় সাধারণ ডায়েরি করেন। ৭ নভেম্বর সাংবাদিক সাইফুল মেয়েটির কিছু আপত্তিকর ছবি ও নানা তথ্য ফেসবুকে পোস্ট করে।

 তবে সময় টিভির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নাটোরে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে হিন্দু ওই মেয়েটির সঙ্গে সাইফুলের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি এফিডেভিটের মাধ্যমে মুসলমান হয়ে সাইফুলকে বিয়ে করেন। প্রায় ২১ দিন তারা সংসার করেছেন।

এ সময় সাইফুল রাত জেগে আরেকটি মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেন। এ নিয়ে তাদের ভেতর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সাইফুল মেয়েটিকে শারীরিকভাবে নির্যাতন করেন বলেও ওই সূত্র জানায়। তিনি আরও জানান, পরীক্ষা দিতে মেয়েটি ১৮ নভেম্বর বগুড়ায় চলে যান। এরপর সাইফুল ফেসবুকে তাদের বিয়ের ছবি পোস্ট করেন। তবে মেয়েটির বাবা প্রভাবশালী হওয়ায় মেয়েকে দিয়ে মামলা করান। এরপরই পুলিশ সাইফুলকে গ্রেফতার করেছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.