সন্ত্রাসীদের গুলিতে বিধ্বস্ত পুলিশের হেলিকপ্টার


রাজিলের দ্বিতীয় জনবহুল নগরী রিও ডি জানেরিওর অনগ্রসর একটি এলাকার কাছে শনিবার পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে চার কর্মকর্তা নিহত হন।
ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধের একদিন পর এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ বার্তা সংস্থা এএফপি’কে একথা জানিয়েছে। এদিকে বিবিসি জানিয়েছে, একটি ভিডিও ফুটেজে দেখা গেছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে গুলির শব্দ হয়েছিল।

ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। পুলিশের এক মুখপাত্র বলেন, আমরা এখনো এই ঘটনার কারণ সম্পর্কে কিছু জানতে পারিনি। কারণ উদঘাটনে তদন্ত শুরু হবে। এর আগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থলের কাছে সিদাদে ডি দেউস এলাকায় অভিযান চালিয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ঘন জনবসতিপূর্ণ এলাকাটিতে দিনব্যাপী পুলিশ কর্মকর্তাদের সাথে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ ঘটে। এর ফলে নগরীর একটি প্রধান মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রাজিলের নিউজ সাইট ইউওএল জানিয়েছে, উভয়পক্ষের মধ্যে ভয়াবহ ওই বন্দুকযুদ্ধ এলাকার রাস্তাগুলো থেকেও শোনা গেছে। সকালে পুলিশ প্যাসিফিকেশন ইউনিট (ইউপিপি)’র সদস্যদের সাথে মাদক ব্যবসায়ীদের এক দফা বন্দুকযুদ্ধ হয়।

বিকেলে মাদক ব্যবসায়ীরা একটি রাস্তা বন্ধ করে আবর্জনার স্তুপ ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। রিও’র মাদক ও অপরাধের আখড়া হিসেবে পরিচিত বস্তিগুলোতে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পুলিশের বিশেষ শাখা ইউপিপি গঠন করা হয়েছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.