সংসদে প্রতিনিধিত্বকারীদের সঙ্গে আলোচনা করে ইসি গঠন করুন : এরশাদ


বর্তমান দশম জাতীয় সংসদে যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব রয়েছে, কেবল তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি বিধিবদ্ধ ও বাস্তবসম্মত নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।
আজ রবিবার এরশাদ গুলশানে এক যোগদান অনুষ্ঠানে আগামী ইসি নিয়ে এই প্রস্তাব রেখে বলেন, যারা সংসদের বাইরে আছে, তাদের কথা বলার কোনো অধিকার নেই। প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচন এরশাদও ‘বর্জন’ করেছিলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে তার প্রস্তাব তুলে ধরে শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন ‘সব নিবন্ধিত রাজনৈতিক দল, অথবা স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সকল রাজনৈতিক দলের’ মতৈক্যের ভিত্তিতে নতুন ইসি গঠন করতে হবে।

এরশাদ কার্যত খালেদা জিয়ার এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় কৌশলে শুধু চলতি সংসদে প্রতিধিত্বকারী দলগুলোর সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে জাপা অংশ নেবে না ঘোষণা দিয়ে এরশাদ এই অনুষ্ঠানে বলেন ‘জেলা পরিষদ নির্বাচন করব না। কারণ এই নির্বাচন অর্থহীন।

নির্বাচনের ফলাফল কী হবে তা আমরা জানি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে ১৪৫ জন মানুষ মারা গেছে। আমরা হত্যা, হানাহানি, অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না।’ প্রসঙ্গত, রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮৮ সালে এরশাদই সর্বপ্রথম জেলা পরিষদ আইন করেন, যেখানে জেলা পরিষদের চেয়ারম্যানকে সরকার-ই নিয়োগ দিতো। তিন দশক পর এসে সেই এরশাদের কাছে এখন জেলা পরিষদ নির্বাচনকে ‘অর্থহীন’ মনে হচ্ছে। এর আগে বিএনপিও আসন্ন জেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

জেলা পরিষদ নির্বাচনে না গেলেও ২০১৯ সালে অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা অংশ নেবে বলে জানিয়েছেন এরশাদ। এই ঘোষণা দিয়ে তিনি বলেন ‘আমরা সেজন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী ১ জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী। সেখানে আমরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাব।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.