মালাইকা-আরবাজের ডিভোর্সের কাগজপত্র আদালতে জমা


সম্প্রতি বলিউডে বইছে বিচ্ছেদের বাতাস, একের পর এক সর্ম্পক ভাঙনের খবর পাওয়া যাচ্ছে। কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল
বিচ্ছেদ হতে চলছে আরবাজ খান এবং মালাইকা আরোরা খান। তবে ফের একসঙ্গে থাকার কথাও শুনা যাচ্ছিল। গত মাসে ছেলে আরহানের জন্মদিনেও একসঙ্গে পার্টি করেছেন তারা কিন্তু তাদের একসঙ্গে থাকার আর কোন সম্ভবনা নেই। কারণ ডিভোর্স ফাইল করে ফেললেন আরবাজ খান এবং মালাইকা আরোরা খান।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে পারিবারিক উকিলের মাধ্যমে আদালতে ডিভোর্সের যাবতীয় কাগজপত্র জমা দিয়েছেন তারা।

শোনা যাচ্ছে, বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদের দিকেই এগোবেন তারা খুব তাড়াতাড়ি পরামর্শের জন্য আদালতেও যাবেন। মালাইকা এক মার্কিন ব্যবসায়ীর প্রেমে পড়েছেন বলেও বলিউডের শোনা যায়।

আর সে কারণেই আরবাজের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। কিন্তু কিছুদিন আগেও বলিউডে অন্য গুজর ছড়ায়। মালাইকার সঙ্গে নাকি বিশেষ সম্পর্ক রয়েছে অর্জুন কাপুরের। আর সে কারণেই এই বিচ্ছেদ! তবে এসব নিয়ে মুখ খুলছেন না কোনও পক্ষই।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.