টাঙ্গাইল সদর উপজেলায় ধানক্ষেত থেকে জুয়েল (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। জুয়েল ওই গ্রামের শহিদুর রহমানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ভাটচান্দা গ্রামে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হয় জুয়েল। রাতে অনেক খোঁজাখুঁজি করেও জুয়েলের সন্ধান মেলেনি। শনিবার সকালে স্থানীয়রা ওই গ্রামের একটি কবরস্থানের পাশে ধান ক্ষেতে জুয়েলের লাশ দেকতে পেয়ে পুরিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই শিশুর চোখ উপড়ে ফেলা হয়েছে।
0 comments:
Post a Comment
Thanks for your comments.