শুক্রবার বেলা আড়াইটায় মাঠে গড়ানোর কথা ছিলো ঘরোয়া ক্রিকেটের সবচেয় আকর্ষণীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। তবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামতে পারেনি ব্যাটিংয়ে। বৃষ্টির কারণে একটি বলও গড়ায়নি মাঠে। ফলে পরিত্যক্ত ম্যাচ দিয়েই শুরু হলো এবারের আসর। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরে মুখোমুখি হওয়ার কথা ছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দল রাজশাহী কিংস। এবারের বিপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান নেই।
ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে সাতটি দল-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস ও বরিশাল বুলস।
আর্থিক বিশৃঙ্খলায় বাদ পড়েছে গত আসরের দল সিলেট সুপারস্টারস। আর এবার নতুন যুক্ত হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের।
0 comments:
Post a Comment
Thanks for your comments.